By %MONIR%

মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

এক নজরে দেখে নিন ইতিহাসে ২৮শে নভেম্বরের ঘটনাগুলো৷

Post By
Kalipada Roy


ইতিহাসে ২৮ নভেম্বর
১০৫৮ সালের এই দিনে পোল্যান্ডের ডিউক কেজিমিয়ের্জের মৃত্যু।
১১১৮ সালের এই দিনে গ্রিক বাইজানটাইন সম্রাট ম্যানুয়েল কমনেনাসের জন্ম।
১৫২০ সালের এই দিনে প্রথম ইউরোপীয়ান নাবিক হিসেবে ফার্ডিনান্ড ম্যাগেলান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন।
১৬৬০ সালের এই দিনে ইংল্যান্ডে রয়াল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৬৭৬ সালের এই দিনে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত তখনকার দিনের গুরুত্বপূর্ণ এলাকা পন্ডিচেরি বন্দর ফরাশিরা দখল করে নেয়।
১৭৫৭ সালের এই দিনে ইংরেজ কবি ও শিল্পী উইলিয়াম ব্লেকের জন্ম।
১৮১৪ সালের এই দিনে কলকাতার চাঁদপাল ঘাটে ভারতের প্রথম প্রাটস্ট্যান্ট বিশপ টমাস ফ্যানশ মিডলটন পদার্পণ করেন।
১৮১৪ সালের এই দিনে লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়।
১৮২০ সালের এই দিনে সমাজতাত্তি্বক ফ্রেডরিখ এঙ্গেলসের জন্ম।

১৮২১ সালের এই দিনে পানাম স্বাধীনতা ঘোষণা করে।
১৮৯৪ সালের এই দিনে রসায়নবিদ ড. পুলিন বিহারী সরকারের জন্ম।
১৯১২ সালের এই দিনে আলবানিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৩১ সালের এই দিনে শিশু সাহিত্যিক ও সাংবাদিক গোলাম রহমানের জন্ম।
১৯৩২ সালের এই দিনে অভিনেতা সুরেন্দ্রনাথ ঘোষের (দানীবাবু) মৃত্যু।
১৯৪৩ সালের এই দিনে বাংলাদেশের খ্যাতনামা চিত্রকর, কার্টুনিস্ট রফিকুন নবী জন্মগ্রহন করেন ।
১৯৫৪ সালের এই দিনে ইতালীয় পদার্থবিদ এনরিকো ফের্মি মৃত্যুবরণ করেন ।
১৯৬০ সালের এই দিনে মৌরিতানিয়া আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৬২ সালের এই দিনে সঙ্গীতশিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দের মৃত্যু।
১৯৭১ সালের এই দিনে ইরানের তিনটি দ্বীপ আবু মুসা,তাম্বে বোযোর্গ,তাম্বে কুচাক থেকে বৃটিশ দখলদার সেনারা চলে যাবার পর ইরান ঐ তিনটি দ্বীপের ওপর নিজেদের শাসন প্রতিষ্ঠা করে।
১৯৯৯ সালের এই দিনে জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের ইন্তেকাল।
বিভাগঃ নভেম্বর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন