By %MONIR%

বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

টাটা শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা জে, আর,ডি টাটা ১৯৯৩ সালে ২৯শে নভেম্বর মৃত্যুবরণ করেন৷

Post By
Kalipada Roy

টাটা শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা জে, আর,ডি টাটা ১৯৯৩ সালে ২৯শে নভেম্বর মৃত্যুবরণ করেন৷
জমশেদপুর (ইংরেজি: Jamshedpur) ঝাড়খণ্ড রাজ্যের অন্যতম বৃহত্তম শহর। সাকচি নাম দিয়ে এই শহরটি প্রতিষ্ঠা করেন শিল্পপতি জমশেদজি নওরোজি টাটা। পরে ১৯১৯ সালে লর্ড কেমসফোর্ড এর প্রতিষ্ঠাতার নামে নামকরণ করেন জমশেদপুর। সাকচি এখনও জমশদপুরের মধ্যের অন্যতম বৃহৎ পল্লীর নাম। শহরটি ভারতের প্রথম বেসরকারী লৌহ-ইস্পাত কারিগরি প্রতিষ্ঠান টাটা আয়রন এন্ড স্টিল কম্পানির জন্য প্রসিদ্ধ। এর আশেপাশে খনি বলয়গুলিতে বিশেষ করে পশ্চিম বোকারো, জামাডুবি ও নোয়ামুণ্ডিতে অনেক লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ ও চুনাপাথর পাওয়া যায়।
Image may contain: 1 person, closeup
জমশেদপুর
जमशेदपुर
টাটানগর
মহানগরী

উপর থেকে দক্ষিণাবর্তে : সাকচি গোলচক্কর, টি সি ই বিল্ডিং, সোনারি-কদমা লিংক রোড, টাটা স্টিল প্লান্ট , Bat Island in Jayanti Sarovar, জে আর ডি টাটা স্পোর্টস কম্পলেক্স
নাম: ইস্পাত নগরী
জমশেদপুর
ঝাড়খণ্ড রাজ্যে জমশেদপুর শহরের অবস্থান।
স্থানাঙ্ক: ২২.৮° উত্তর ৮৬.১৮° পূর্ব
দেশ ভারত
রাজ্য ঝাড়খণ্ড
জেলা পূর্ব সিংভুম
প্রতিষ্ঠা করেন জমশেদজি নাসেরওয়ানজি টাটা
নামকরণের কারণ লৌহ, ইস্পাত এবং সিমেন্ট শিল্প
সরকার
• ধরন মিউনিসিপাল কর্পোরেশন
আয়তন
• মহানগরী ১৫০ কিমি২ (৬০ বর্গমাইল)
উচ্চতা ১৩৫ মিটার (৪৪৩ ফুট)
জনসংখ্যা (২০১১)[১]
• মহানগরী ৬,৩১,৩৬৪
• ঘনত্ব ৪২০০/কিমি২ (১১০০০/বর্গমাইল)
• মেট্রো ১৩,৩৯,৪৩৮
সময় অঞ্চল ভাপ্রস (ইউটিসি+৫:৩০)
পিন ৮৩১০০১ থেকে ৮৩১০২০
টেলিফোন কোড ০৬৫৭
যানবাহন নিবন্ধন
JH 05 (পূর্ব সিংভূম)
JH 22 (Saraikela-Kharsawan)
স্বাক্ষরতার হার ৮৫.৯৪%
ভাষাসমূহ বাংলা, হিন্দি, উর্দু, ওড়িয়া এবং ইংরেজি
ওয়েবসাইট www.jamsedpur.nic.in

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন