Post By
Md Idris Aliগর্ব আমার বাংলা, আমি গর্বিত বাংগালী
গর্ব আমার বাংলা, আমি গর্বিত বাংগালী
-------------------------------------------
শোষণে আর নিষ্পেশনে, আদিকালের বাংগাল,
বুদ্ধি দোষে চিরকালই রয়ে গেলো কাঙ্গাল!!
বুদ্ধি দোষে চিরকালই রয়ে গেলো কাঙ্গাল!!
রাজ্যের মালিক রাজা ছিলো, ছিলো তার রাজত্ব,
সমর-সেনা, পাইক-পেয়াদার ছিল বড়ই কর্তৃত্ব!!
সমর-সেনা, পাইক-পেয়াদার ছিল বড়ই কর্তৃত্ব!!
রাজা-মন্ত্রী জমিদারদের ছিল সড়াই খানা,
মদ-জুয়ার আসর ছিলো, ছিলো বালা-খানা!!
মদ-জুয়ার আসর ছিলো, ছিলো বালা-খানা!!
মদ্য-নেশায় মাতাল হয়ে সর্ব্বজ্ঞান হারা,
নাচের আসর বসতো যেথায় রাজ-নর্তকী দ্বারা!
নাচের আসর বসতো যেথায় রাজ-নর্তকী দ্বারা!
মাতাল হতো রাজ-পুরী, স্বর্গ-সুখে ভরা,
প্রজা-কূলের জীবন ছিল নরক তাপে গড়া!!
প্রজা-কূলের জীবন ছিল নরক তাপে গড়া!!
রাজার পরে জমিদার একই ধাঁচের ভক্ষক,
শোষণে আর আর নিষ্পেশনে কেউ ছিল না রক্ষক!!
শোষণে আর আর নিষ্পেশনে কেউ ছিল না রক্ষক!!
আজও মানুষ পথে চলে, দীর্ঘ যাত্রায় জল-স্থলে,
গাহে জয়গান অত্যাচারীর সবার কণ্ঠ একই তালে!!
গাহে জয়গান অত্যাচারীর সবার কণ্ঠ একই তালে!!
চায়ের দোকানে আজও চলে, একই ধাঁচে কলতান,
সম্যক-হারে অত্যাচারীর প্রশংসা আর জয়গান!!
সম্যক-হারে অত্যাচারীর প্রশংসা আর জয়গান!!
গরীবের হক মেরে যত ধনবান হয় ধণী,
ধনীর মৃত্যু ধনই আনে, গরীব মরলে ঋণী!!
ধনীর মৃত্যু ধনই আনে, গরীব মরলে ঋণী!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন