By %MONIR%

রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

অগ্নিত্রাণ

অগ্নিত্রাণ
       অাবির্ভাব


পরিনামদর্শী গলে হয়ে গেল জল, 
অকাল পরিণাহ হয়ে গেল বিকল৷
গুপ্ত গৃহে আটকে ছিল পরিতপ্ত মন
প্রকাশ পেয়েছিল পরিদৃশ্যমান সেই জন৷
মাঝেমধ্যে অগ্নিবাণ ধেয়ে আসছে হয়ে অগ্নিত্রাণ
সেই শুনে মনপ্রাণ ভেঙ্গে গুড়ে হয় খানখান৷
এ যেন এক মারণ রোগ ভয়ানক ক্যান্সার
যেন এক পরাজিত দুর্বল রোগাক্রান্ত প্যান্থার৷
নেই শক্তি, আর পুনরপি হবারও নেই সম্ভাবনা,
পুনরায়ন হবার নেই তো আর ভাবনা৷
তাই, চাই না আর অগ্নিত্রাণ
থাক আর বেড়িয়ে যাক এ জীবন-প্রান৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন