By %MONIR%

মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

১৯৬২ সালে ২৮শে নভেম্বর অভিনেতা, গায়ক, সুরকার কৃষ্ণচন্দ্র দে’র মৃত্যুবরণ করেন"

Post By
Kalipada Roy

১৯৬২ সালে ২৮শে নভেম্বর অভিনেতা, গায়ক, সুরকার কৃষ্ণচন্দ্র দে’র মৃত্যুবরণ করেন"
তিনি গায়ক মান্না দে’র কাকা। বিখ্যাত সুরকার ও গায়ক শচীন দেব বর্মনের শিক্ষক ও গুরু ছিলেন। ১৯০৬ সালে মাত্র তেরো বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারান। কাজ করেছেন বিভিন্ন থিয়েটার গ্রুপে। ১৯৪০ পর্যন্ত কলকাতার নিউ থিয়েটারে কাজ করেছেন। তিনি মূলত কীর্তনের জন্য সুপরিচিত। বাংলা-সহ বেশ কয়েকটি জাতীয় ভাষায় ছ’শোটি গান গেয়েছেন। ১৯৩২ থেকে ’৪৬ পর্যন্ত তিনি সিনেমাতে গান করেন ও সুর দেন। অভিনয়ও করেছেন বেশ করেছেন কয়েকটি সিনেমায়।

Image may contain: 1 person, closeup

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন