Post By
Kalipada Roy
এক নজরে দেখে নিন ২৬শে নভেম্বরের ইতিহাস৷
ইতিহাসে ২৬ নভেম্বর
Kalipada Roy
এক নজরে দেখে নিন ২৬শে নভেম্বরের ইতিহাস৷
ইতিহাসে ২৬ নভেম্বর
১৩৭৯ সালের এই দিনে ইংল্যান্ডে অক্সফোর্ড নিউ কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৭০৩ সালের এই দিনে ইংল্যান্ডে এক প্রচন্ড ঘূর্ণিঝড়ে ৮ হাজার লোকের জীবনহানি ঘটে।
১৭৩১ সালের এই দিনে ইংরেজ কবি উইলিয়াম কাউপারের জন্ম।
১৮৫৭ সালের এই দিনে সুইস ভাষাবিজ্ঞানী ফের্দিনা দে সোসুরের মৃত্যু।
১৮৯০ সালের এই দিনে শিক্ষাবিদ ও ভাষাতত্ত্ববিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম।
১৮৯৮ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৬৩] জার্মান রসায়নবিদ কার্ল সিগলের জন্ম।
১৯০৭ সালের এই দিনে লর্ড কার্নারভন তাকে ভ্যালি অব দি কিংসে খনন কাজ দেখাশোনা করার দায়িত্ব প্রদান করেন।
১৯১৯ সালের এই দিনে ধ্বনিবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই-এর জন্ম।
১৯২২ সালের এই দিনে বৃটিশ প্রত্নবিদ হাওয়ার্ড কার্টার এবং লর্ড কার্নারভন মিসরের ভ্যালি অব দি কিংসে অবস্থিত তুতাংখামেনের সমাধিগৃহে প্রবেশ করেন।
১৯২২ সালের এই দিনে দুই রঙ বিশিষ্ট টেকনিকালারে নির্মিত প্রথম ছবি টোল অব দ্য সী মুক্তি পেয়েছিলো।
১৯২৩ সালের এই দিনে গণিতবিদ যাদবচন্দ্র চক্রবর্তীর মৃত্যু।
১৯৩৩ সালের এই দিনে কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম।
১৯৪৩ সালে এই দিনে যুক্তরাষ্ট্র, বৃটেন এবং অধূনালুপ্ত সোভিয়েত ইউনিয়ন তেহরানে বৈঠকে বসে। বৈঠকে জার্মানির সাথে যুদ্ধ পরিচালনার ব্যাপার সহ মিত্র পক্ষের দেশগুলোকে সহায়তা প্রদান এবং নিজেদের মধ্যে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়।
১৯৪৯ সালের এই দিনে ভারতীয় গণপরিষদে ভারতের সংবিধান অনুমোদিত হয়।
১৯৪৯ সালের এই দিনে সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার-এর মৃত্যু।
১৯৫০ সালের এই দিনে চীনের বাহিনীর আক্রমণের ফলে কোরিয়া যুদ্ধের প্রকৃতি বদলে গিয়েছিলো।
১৯৫৫ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন অভাবনীয় শক্তিশালী হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
১৯৮৯ সালের এই দিনে ৪২ বছর পর জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯১ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্র তীরবর্তী বৃহত্তম একটি বিমান ঘাঁটি ফিলিপাইনের হাতে তুলে দেয়।
১৯৯২ সালের এই দিনে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কমবয়েসী ক্রিকেটার হিসেবে [১৯ বছর ২২ দিন] শচীন টেন্ডুলকার ১ হাজার রান করেন।
২০০১ সালের এই দিনে নেপালে মাওবাদী বিদ্রোহীদের হামলায় ২৮০ জনের প্রাণহানী।
২০০৪ সালের এই দিনে জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ।
বিভাগঃ নভেম্ব
১৭০৩ সালের এই দিনে ইংল্যান্ডে এক প্রচন্ড ঘূর্ণিঝড়ে ৮ হাজার লোকের জীবনহানি ঘটে।
১৭৩১ সালের এই দিনে ইংরেজ কবি উইলিয়াম কাউপারের জন্ম।
১৮৫৭ সালের এই দিনে সুইস ভাষাবিজ্ঞানী ফের্দিনা দে সোসুরের মৃত্যু।
১৮৯০ সালের এই দিনে শিক্ষাবিদ ও ভাষাতত্ত্ববিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম।
১৮৯৮ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৬৩] জার্মান রসায়নবিদ কার্ল সিগলের জন্ম।
১৯০৭ সালের এই দিনে লর্ড কার্নারভন তাকে ভ্যালি অব দি কিংসে খনন কাজ দেখাশোনা করার দায়িত্ব প্রদান করেন।
১৯১৯ সালের এই দিনে ধ্বনিবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই-এর জন্ম।
১৯২২ সালের এই দিনে বৃটিশ প্রত্নবিদ হাওয়ার্ড কার্টার এবং লর্ড কার্নারভন মিসরের ভ্যালি অব দি কিংসে অবস্থিত তুতাংখামেনের সমাধিগৃহে প্রবেশ করেন।
১৯২২ সালের এই দিনে দুই রঙ বিশিষ্ট টেকনিকালারে নির্মিত প্রথম ছবি টোল অব দ্য সী মুক্তি পেয়েছিলো।
১৯২৩ সালের এই দিনে গণিতবিদ যাদবচন্দ্র চক্রবর্তীর মৃত্যু।
১৯৩৩ সালের এই দিনে কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম।
১৯৪৩ সালে এই দিনে যুক্তরাষ্ট্র, বৃটেন এবং অধূনালুপ্ত সোভিয়েত ইউনিয়ন তেহরানে বৈঠকে বসে। বৈঠকে জার্মানির সাথে যুদ্ধ পরিচালনার ব্যাপার সহ মিত্র পক্ষের দেশগুলোকে সহায়তা প্রদান এবং নিজেদের মধ্যে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়।
১৯৪৯ সালের এই দিনে ভারতীয় গণপরিষদে ভারতের সংবিধান অনুমোদিত হয়।
১৯৪৯ সালের এই দিনে সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার-এর মৃত্যু।
১৯৫০ সালের এই দিনে চীনের বাহিনীর আক্রমণের ফলে কোরিয়া যুদ্ধের প্রকৃতি বদলে গিয়েছিলো।
১৯৫৫ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন অভাবনীয় শক্তিশালী হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
১৯৮৯ সালের এই দিনে ৪২ বছর পর জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯১ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্র তীরবর্তী বৃহত্তম একটি বিমান ঘাঁটি ফিলিপাইনের হাতে তুলে দেয়।
১৯৯২ সালের এই দিনে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কমবয়েসী ক্রিকেটার হিসেবে [১৯ বছর ২২ দিন] শচীন টেন্ডুলকার ১ হাজার রান করেন।
২০০১ সালের এই দিনে নেপালে মাওবাদী বিদ্রোহীদের হামলায় ২৮০ জনের প্রাণহানী।
২০০৪ সালের এই দিনে জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ।
বিভাগঃ নভেম্ব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন