মাতৃভাষা
ভারতের অনেক জায়গায় ঘুরেছি৷ কিছু কিছু প্রদেশে মাতৃভাষাকে সম্মান দেখানোর এমন নজির আছে যে সেখানে প্রতিটি সাইনবোর্ড তারা মাতৃভাষায় লিখে থাকেন৷ উড়িষ্যা, তামিলনাড়ু, গুজরাত এসব রাজ্যে নিজ নিজ মাতৃভাষার ব্যাপক ব্যবহার৷
গুজরাতের অনেক মানুষকেই জিজ্ঞেস করেছিলাম যে তাঁরা বহুভাষার ভারতবর্ষে কেন গুজরাতী ভাষায় সকল সাইন বোর্ড লিখেন? এমন কি সরকারী সব কাজই মাতৃভাষায় করা হয়
তাঁদের সকলের মোটামোটি একই বক্তব্য যে, মাতৃভাষাকে সম্মান দেওয়া সবার আগে আমাদের কর্তব্য৷ আবার প্রশ্ন ছিল মাতৃভাষাকে সম্মান দেওয়া এ তো খুব আনন্দ ও গর্বের কথা কিন্তু এই বহু ভাষার দেশে অন্তত সাইন বোর্ডে মাতৃভাষায় লিখে ছোট করে ইংরেজীতে লিখলে বহিরাগত মানুষদের সব কিছু জানতে এবং বুঝতে বিশেষ সুবিধা হয় এটা তো ঠিক কি না?
ওনারা বললেন আপনি বুঝতে না পারলে কাউকে জিজ্ঞেস করে জানবেন৷ দেখবেন আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে আপনার ঠিকানা বা প্রয়োজনীয় জায়গা কোথায়৷ কিন্তু মাতৃভাষাকে আমাদের এই সম্মান দিতেই হবে৷
তাই বলে যে আমরা অন্য ভাষা পড়ি না বা শিখি না এমন নয়৷
এবার প্রশ্ন হল, আমাদের বিশ্ব বাংলার বঙ্গে এমন হয় না কেন? আজও একটা রেশন কির্ডের ফরম পুরন ইংরেজিতে করতে হয়৷ সরকারী অফিসে সব কাজই ইংরেজিতে হয় বললেই চলে৷
তবে কি নাম কা ওয়াস্তে বিশ্ব বাংলা?
গুজরাতের অনেক মানুষকেই জিজ্ঞেস করেছিলাম যে তাঁরা বহুভাষার ভারতবর্ষে কেন গুজরাতী ভাষায় সকল সাইন বোর্ড লিখেন? এমন কি সরকারী সব কাজই মাতৃভাষায় করা হয়

ওনারা বললেন আপনি বুঝতে না পারলে কাউকে জিজ্ঞেস করে জানবেন৷ দেখবেন আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে আপনার ঠিকানা বা প্রয়োজনীয় জায়গা কোথায়৷ কিন্তু মাতৃভাষাকে আমাদের এই সম্মান দিতেই হবে৷
তাই বলে যে আমরা অন্য ভাষা পড়ি না বা শিখি না এমন নয়৷
এবার প্রশ্ন হল, আমাদের বিশ্ব বাংলার বঙ্গে এমন হয় না কেন? আজও একটা রেশন কির্ডের ফরম পুরন ইংরেজিতে করতে হয়৷ সরকারী অফিসে সব কাজই ইংরেজিতে হয় বললেই চলে৷
তবে কি নাম কা ওয়াস্তে বিশ্ব বাংলা?
আবার অনেক ফেসবুক বন্ধু বাংলা শব্দ ইংরেজিতে লিখেন৷ এটাও একটা বেদনা দায়ক ব্যাপার৷ অনেকে মনে করেন ইংরেজীতে না লিখলে নিজেকে ছোট মনে হয়৷ এটাও একটা ভুল ধারনা৷ গত বছর ২১শে ফেব্রুয়ারীর আগে অনেক বন্ধু বাংলা লিখতে শুরু করেছেন৷ আজও তাঁরা বাংলায় লিখেন৷ অাবার অনেকে বলেন বাংলা লিখতে সময় বেশী দরকার হয় আমি তাঁদের Swarchakra bangla instal করতে বলেছিলাম এবং তাঁরা এই app এ লিখতে গিয়ে এত আনন্দ পেয়েছেন যা বলার ভাষা রাখে না৷ খুব দ্রুত নির্ভুল লিখা যায়৷ আবার ওখানে ইংরেজী লিখারও পদ্ধতি আছে৷
তাই আমি অনুরোধ করব মাতৃভাষাকে সম্মান দিয়ে লিখার চেষ্টা করুন৷ ভুলত্রুটি ক্ষমা করবেন বন্ধুগণ৷
তাই আমি অনুরোধ করব মাতৃভাষাকে সম্মান দিয়ে লিখার চেষ্টা করুন৷ ভুলত্রুটি ক্ষমা করবেন বন্ধুগণ৷
ধন্যবান্তে
কালীপদ রায়৷
কালীপদ রায়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন