By %MONIR%

শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

এক নজরে দেখে নিন ইতিহাসে ২৫শে নভেম্বর কোথায় কি ঘটেছিল৷

Post By
Kalipada roy



এক নজরে দেখে নিন ইতিহাসে ২৫শে নভেম্বর কোথায় কি ঘটেছিল৷

ইতিহাসে ২৫ নভেম্বর
১৫৩৮ সালের এই দিনে পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌ-সেনাদের সরিয়ে নিয়ে যায়।
১৫৬২ সালের এই দিনে স্পেনীয় নাট্যকার ও কবি লোপা দ্য ভেগার জন্মগ্রহন করেন।
১৭৫৯ সালের এই দিনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করে বৈরুত ও দামেস্কে । তাতে প্রায় ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করে।
১৮১৩ সালের এই দিনে জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।
১৮৩৮ সালের এই দিনে ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে সাইক্লোন আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।
১৮৭৫ সালের এই দিনে ব্রিটেন মিশরে খতিবের কাছ থেকে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা কিনে নেয়।
১৮৮০ সালের এই দিনে ফরাসী বিজ্ঞানী লাভরান ম্যালেরিয়া রোগের কারণ আবিস্কার করেন।
১৮৯৮ সালের এই দিনে চিত্রপরিচালক দেবকী কুমার বসু জন্মগ্রহণ করেন।
১৯০৬ সালের এই দিনে নাট্যকার নূরুল মোমেন জন্মগ্রহণ করেন।
১৯১১ সালের এই দিনে ফরাসি মার্কসবাদী নেতা পল লাফাগের মৃত্যু।
১৯১৮ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানী ও অষ্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে।
১৯১৯ সালের এই দিনে ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাইয়ের জন্ম।
১৯৩৩ সালের এই দিনে কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম।
১৯৩৬ সালের এই দিনে জার্মানি ও জাপান কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বিরোধী চুক্তি স্বাক্ষর করে।
১৯৪১ সালের এই দিনে সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকারের মৃত্যু।
১৯৫০ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৪৪] ডেনিশ সাহিত্যিক যোহন্নেস ডিলহেলম ইয়েনসেনের মৃত্যু।
১৯৭০ সালের এই দিনে জাপানি ঔপন্যাসিক ও নাট্যকার ইউকিও মিশিমার মৃত্যু।
১৯৭৪ সালের এই দিনে জাতিসংঘের তৃতীয় মহাসচিব উথান্ট মৃত্যুবরণ করেন।
১৯৭৫ সালের এই দিনে দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৮১ সালের এই দিনে খ্যাতনামা সঙ্গীতজ্ঞ রাইচাঁদ বড়াল পরলোকগমন করেন।
১৯৯০ সালের এই দিনে ভারতের ট্রেড ইউনিয়ন সংগঠক মহম্মদ ইলিয়াস ইন্তেকাল করেন।
১৯৯১ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রতীরবর্তী বৃহত্তর একটি বিমান ঘাঁটি ফিলিপিন্সের হাতে তুলে দেয়।
১৯৯১ সালের এই দিনে খুলনা বিশ্ববিদ্যালয় এর একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
১৯৯৬ সালের এই দিনে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে এসেছিলেন।
২০০১ সালের এই দিনে সুইস এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে ২৪ জন নিহত হয়।
২০০৪ সালের এই দিনে রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
২০০৭ সালের এই দিনে উপদেষ্টা পরিষদ সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত আলাদা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করে।
বিভাগঃ নভেম্বর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন