By %MONIR%

শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

অর্জুন রামপাল ২৬ নভেম্বর, ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন

Post By
Kalipada Roy


অর্জুন রামপাল ২৬ নভেম্বর, ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন৷ তিনি একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, মডেল এবং টেলিভিশান উপস্থাপক। তিনি বলিউডের একজন প্রতিষ্ঠিত অভিনেতা। ২০০১ সালে পিয়ার ইশক অর মোহাব্বাত চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রাভিনয়ে অভিষেক ঘটে। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য রামপাল ফিল্মফেয়ার বেস্ট মেল ডেব্যু এর মনোনয়ন লাভ করেন। তিনি দিল হ্যায় তুমহারা, দিল কা রিশতা, অসম্ভব, ইয়াকিন, ওম শান্তি ওম, রক অন!!, হাউজফুল, রা ওয়ান প্রভূতি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রক অন চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জুন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার - সহ অভিনেতা এবং ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।[১][২] অর্জুনের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম চেজিং গণেষা ফিল্মস।[৩]
অর্জুন রামপাল
অর্জুন রামপাল, ২০১২ সালে হিরোইন চলচ্চিত্র মুক্তির প্রাক্কালে
জন্ম ২৬ নভেম্বর ১৯৭২ (বয়স ৪৪)
জাবালপুর, ভারত
বাসস্থান মুম্বাই, মহারাষ্ট্র, ভারত
পেশা মডেল, অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক
কার্যকাল ২০০১ থেকে বর্তমান
ধর্ম হিন্দু
দাম্পত্য সঙ্গী মেহ্র জেসিয়া রামপাল (১৯৯৮–২০১৫-বিচ্ছেদ)

অর্জুন রামপাল ২৬ নভেম্বর, ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন৷ তিনি একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, মডেল এবং টেলিভিশান উপস্থাপক। তিনি বলিউডের একজন প্রতিষ্ঠিত অভিনেতা। ২০০১ সালে পিয়ার ইশক অর মোহাব্বাত চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রাভিনয়ে অভিষেক ঘটে। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য রামপাল ফিল্মফেয়ার বেস্ট মেল ডেব্যু এর মনোনয়ন লাভ করেন। তিনি দিল হ্যায় তুমহারা, দিল কা রিশতা, অসম্ভব, ইয়াকিন, ওম শান্তি ওম, রক অন!!, হাউজফুল, রা ওয়ান প্রভূতি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রক অন চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জুন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার - সহ অভিনেতা এবং ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।[১][২] অর্জুনের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম চেজিং গণেষা ফিল্মস।[৩]
অর্জুন রামপাল
অর্জুন রামপাল, ২০১২ সালে হিরোইন চলচ্চিত্র মুক্তির প্রাক্কালে
জন্ম ২৬ নভেম্বর ১৯৭২ (বয়স ৪৪)
জাবালপুর, ভারত
বাসস্থান মুম্বাই, মহারাষ্ট্র, ভারত
পেশা মডেল, অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক
কার্যকাল ২০০১ থেকে বর্তমান
ধর্ম হিন্দু
দাম্পত্য সঙ্গী মেহ্র জেসিয়া রামপাল (১৯৯৮–২০১৫-বিচ্ছেদ)
Image may contain: 1 person, closeup

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন