By %MONIR%

রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

এক নজরে দেখে নিন ২৭শে নভেম্বরে ইতিহাসে কোথায় কি ঘটেছিল৷

Post By
Kalipada Roy




ইতিহাসে ২৭ নভেম্বর
১০০১ সালের এই দিনে গজনীর সুলতান মুহম্মদের কাছে জয়পাল সিংহের পরাজয়।
১৫৮২ সালের এই দিনে উইলিয়াম শেকসপিয়ার বিয়ে করেন।
১৫৯২ সালের এই দিনে সুইডেনের রাজা তৃতীয় জনের মৃত্যু হয়।
১৭০১ সালের এই দিনে সুইডিশ জ্যোতির্বিদ ও থার্মোমিটারের উদ্ভাবক সেলসিয়াসের জন্ম।
১৮৭৮ সালের এই দিনে কবি যতীন্দ্রমোহন বাগচীর জন্ম।
১৮৯২ সালের এই দিনে শিক্ষাবিদ ও সমাজসেবক স্যার আজিজুল হকের জন্ম।
১৮৯৫ সালের এই দিনে বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল তাঁর সমুদয় সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠন করেন।
১৯০০ সালের এই দিনে রাজনীতিবিদ আবদুর রশিদ তর্কবাগীশের জন্ম।
১৯০১ সালের এই দিনে ওয়াশিংটন ডিসিতে আর্মি ওয়ার কলেজ প্রতিষ্ঠা করা হয়।
১৯১২ সালের এই দিনে আলবেনিয়ার জাতীয় পতাকা গৃহীত হয়।
১৯২৫ সালের এই দিনে শিক্ষাবিদ ও নাট্যকার মুনীর চৌধুরীর জন্ম।
১৯৩২ সালের এই দিনে পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে আক্রমণ না করার চুক্তি করে।
১৯৪০ সালের এই দিনে আমেরিকার অভিনেতা ও মার্শাল আর্টিস্ট ব্রুস লি জন্মগ্রহণ করেন।
১৯৪০ সালের এই দিনে চীনের রাজা জিয়াওজিংয়ের জন্ম।
১৯৪১ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর উপকণ্ঠে জার্মানী ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের মধ্যে বিখ্যাত ট্যাংক যুদ্ধ সংঘটিত হয়।
১৯৪৩ সালের এই দিনে চার্চিল রুজভেল্ট ও স্টালিন তেহরান সম্মেলনে মিলিত হন।
১৯৫৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের বিখ্যাত লেখক ইউজিন ওনেইল ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৯৫৪ সালের এই দিনে শ্রীলংকার বিচ্ছিন্নতাবাদী তামিল দল লিবারেশন টাইগার্স ফর তামিল ইলাম এর প্রতিষ্ঠাতা ও বর্তমান নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ জন্মগ্রহন করেন ।
১৯৭৭ সালের এই দিনে ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক আতাউর রহমানের ইন্তেকাল।
১৯৮০ সালের এই দিনে ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের গোড়ার দিকে ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরে এক অভিযানে ইরাকের নৌ বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়।
১৯৯০ সালের এই দিনে বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ডা. শামসুল আনাম মিলন শহীদ হন।
১৯৯২ সালের এই দিন থেকে ব্রিটেনের রানী আয়কর দিতে শুরু করেন।
১৯৯২ সালের এই দিনে তুর্কমেনিস্তান, কিরঘিযিস্তান, উজবেকিস্তান, কাযাকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান ও আজারবাইজান- অর্থনৈতিক সহযোগিতা সংস্থা “ইকো”তে যোগ দেয়।
১৯৯৮ সালের এই দিনে গবেষক ও লেখক নরেন বিশ্বাসের মৃত্যু।
২০০৮ সালের এই দিনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ভি পি সিং দেহত্যাগ করেন।
বিভাগঃ নভেম্বর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন