By %MONIR%

রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

দেব আনন্দ (হিন্দি: धरम देव आनन्द, পাঞ্জাবি: ਧਰਮਦੇਵ ਆਨੰਦ; ৩রা ডিসেম্বর, ২০১১ সালে মৃত্যুবরণ করেন৷

Post By
Kalipada Roy

দেব আনন্দ (হিন্দি: धरम देव आनन्द, পাঞ্জাবি: ਧਰਮਦੇਵ ਆਨੰਦ; ৩রা ডিসেম্বর, ২০১১ সালে মৃত্যুবরণ করেন৷
ভারতীয় চলচ্চিত্র শিল্প বা বলিউডের চিরসবুজ হিন্দী অভিনেতা হিসেবে বিখ্যাত ব্যক্তিত্ব। তাঁর পুরো নাম ধরম দেবদত্ত পিশোরিমাল আনন্দ। একাধারে তিনি ছিলেন তুখোড় নায়ক, চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক।
দেব আনন্দ
Image may contain: 2 people, people smiling, drink'রোমান্সিং উইদ লাইফ' - আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশনা উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তৃতাদানরত দেব আনন্দ
জন্ম ২৬ সেপ্টেম্বর ১৯২৩
গুরুদাসপুর, পাঞ্জাব, ভারত
[১]
মৃত্যু ৩ ডিসেম্বর ২০১১ (৮৮ বছর)
লন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য
বাসস্থান মুম্বাই, মহারাষ্ট্র, ভারত
জাতীয়তা ভারতীয়
অন্য নাম দেব সাহাব
পেশা অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র পরিচালক,সহপ্রতিষ্ঠাতা,নবকেতন ফিল্মস[২]
কার্যকাল ১৯৪৬ – ২০১১
দাম্পত্য সঙ্গী কল্পনা কার্তিক (১৯৫৪ - ২০১১)
১৯৪৬ সালে 'হাম এক হ্যায়' সিনেমার মাধ্যমে বলিউডের জগতে পা রাখেন দেব আনন্দ। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ:
জিদ্দি(১৯৪৮),
বাজি(১৯৫১),
সানাম(১৯৫১),
ট্যাক্সি ড্রাইভার(১৯৫৪),
মুনিমজী(১৯৫৫),
সিআইডি(১৯৫৬),
কালাপানি(১৯৫৮),
লাভ ম্যারেজ(১৯৫৯),
কালা বাজার(১৯৬০),
হাম দোনো(১৯৬১),
গাইড(১৯৬৫),
জুয়েল থিফ(১৯৬৭),
জনি মেরা নাম(১৯৭০),
গ্যাম্বলার(১৯৭১),
হরে রামা হরে কৃষ্ণা(১৯৭১),
দেশ পরদেশ(১৯৭৮),
আওয়াল নাম্বার(১৯৯০),
চার্জশিট(২০১১)।
[৩]
মৃত্যু সম্পাদনা
৮৮ বছর বয়সে দেব আনন্দ মৃত্যুবরণ করেন। ৩ ডিসেম্বর, ২০১১ (আইএসটিঃ ৪ ডিসেম্বর, ২০১১) লন্ডনের একটি হোটেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধজনিত কারণে তাঁর এই মৃত্যু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন