বধুবরণ
আবির্ভাব
বিষন্ন বদনে বধু আছে বসে দ্বারে,
ঘর খালি, পতি তার নেই আজ ঘরে৷
শুনশান ঘন কাল আঁধার আসে ধেয়ে,
মনমরা, পতি ছাড়া অশ্রুধারা বেয়ে৷
সুখী মন পতিধন ছিল যতদিন,
উচ্ছাসে চঞ্চলা ছিল রাতদিন৷
অকালে ঝরে গেল প্রস্ফুটিত ফুল,
ভরা নদী শুকে যেন খাঁ খাঁ দুই কুল৷
বেদনাক্ত, অশ্রুসিক্ত ভেঙ্গে যাওয়া মন,
নাওয়া খাওয়া ভুলে বধু কাঁদে সারাক্ষণ৷
নেই কোন পরিজন, নেই যে ভরসা
চারিদিকে খোঁজে মন বেঁচে থাকার আশা৷
অকস্যাৎ ঝরে গেল বাঁধা বুকে আশা,
চারিদিকে ধেয়ে আসে এক অজানা কুয়াশা৷
আসছে দিন হবে ক্ষীণ, ভেবে সেই কথা,
মলিন বদনটা যেন হয়ে যায় সাদা৷
প্রতিবেশী ছিল এক ডাকত যে কাকা,
সেই জনে এসে বলে মাগো তুমি একা!
যদি তুমি মত দাও বলি এক কথা৷
মাথা নেরে বধু বলে বল তুমি কাকা,
মাগো তুমি এঅবস্থায় যদি থাক রাজী?
আমার ছেলেকে দিয়ে বিয়ে দিব আজই৷
অসহায়, নিরুপাই দু'টি চরণ ধরে,
অশ্রুভেজা দু'নয়নে কেঁদে উচ্চস্বরে৷
বাবা তুমি আমাকে তুলে নাও ঘরে,
সেই শুনে কাকাবাবু হয়ে উল্লাস,
বধু করে এনে ঘরে মহা উচ্ছাস৷
নিরুপাই পেল ঠাঁই মহা পণ্য বলে,
এমন মানবতা আর পাব কোথা গেলে?
আবির্ভাব

ঘর খালি, পতি তার নেই আজ ঘরে৷
শুনশান ঘন কাল আঁধার আসে ধেয়ে,
মনমরা, পতি ছাড়া অশ্রুধারা বেয়ে৷
সুখী মন পতিধন ছিল যতদিন,
উচ্ছাসে চঞ্চলা ছিল রাতদিন৷
অকালে ঝরে গেল প্রস্ফুটিত ফুল,
ভরা নদী শুকে যেন খাঁ খাঁ দুই কুল৷
বেদনাক্ত, অশ্রুসিক্ত ভেঙ্গে যাওয়া মন,
নাওয়া খাওয়া ভুলে বধু কাঁদে সারাক্ষণ৷
নেই কোন পরিজন, নেই যে ভরসা
চারিদিকে খোঁজে মন বেঁচে থাকার আশা৷
অকস্যাৎ ঝরে গেল বাঁধা বুকে আশা,
চারিদিকে ধেয়ে আসে এক অজানা কুয়াশা৷
আসছে দিন হবে ক্ষীণ, ভেবে সেই কথা,
মলিন বদনটা যেন হয়ে যায় সাদা৷
প্রতিবেশী ছিল এক ডাকত যে কাকা,
সেই জনে এসে বলে মাগো তুমি একা!
যদি তুমি মত দাও বলি এক কথা৷
মাথা নেরে বধু বলে বল তুমি কাকা,
মাগো তুমি এঅবস্থায় যদি থাক রাজী?
আমার ছেলেকে দিয়ে বিয়ে দিব আজই৷
অসহায়, নিরুপাই দু'টি চরণ ধরে,
অশ্রুভেজা দু'নয়নে কেঁদে উচ্চস্বরে৷
বাবা তুমি আমাকে তুলে নাও ঘরে,
সেই শুনে কাকাবাবু হয়ে উল্লাস,
বধু করে এনে ঘরে মহা উচ্ছাস৷
নিরুপাই পেল ঠাঁই মহা পণ্য বলে,
এমন মানবতা আর পাব কোথা গেলে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন